| |
               

মূল পাতা ইসলাম ২য় রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


২য় রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


জামিল আহমদ     25 March, 2023     02:59 PM    


জেনে রাখা ভালো-
রোযা সব্দটি ফার্সি যার অর্থ দিবস। আরবীতে একে বলে সওম।

করবো-
দৃষ্টিকে সংযত

ছাড়বো-
মিথ্যা বলা

মাসআলা-
বমি হলে রোযা ভাংবে না, যদিও মুখ ভরে বমি হয়।

ভুল ধারণা-
রোযা রেখে ফারফিউম ব্যাবহার করলে রোযা হালকা হয়ে যায়।

আমল-
পবিত্র কুরআনুল কারীমের ২য় পারা তেলাওয়াত।
(প্রতি নামাজের আগে ও পরে পাঁচ পৃষ্ঠা করে পড়লে সহজেই এক পড়া হয়ে যাবে)

সুসংবাদ-
বিশ্বাস আর পুন্যের আশায় রোযা রাখলে পূর্বের কৃত সকল পাপ মোচন করে দেওয়া হয়।

উপকারিতা-
শরীরের মেদ কমা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে উঠা।

দুআ-
ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি।